মৌলভীবাজার থেকে আজিজুল ইসলাম: মৌলভীবাজার সদর উপজেলায় বিবিয়ানা গ্যাস ফিল্ডের বর্জ্যবাহী দুটি ট্যাংকলরিতে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। এ ঘটনায় মৌলভীবাজার পৌর জামায়াতের আমির ইয়ামির আলীকে (৪৫) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কামালপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এ ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান চলছে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালেক জানান, সকালে বর্জ্যবাহী দুটি ট্যাংকলরি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাস ফিল্ডে যাচ্ছিল। পথে কামালপুর বাজার এলাকায় ১৫/২০ জন হরতাল সমর্থকরা গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।