গোদাগাড়ীতে রেললাইনে নাশকতা মামলায় গ্রেফতার ২

রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীর গোদাগাড়ীতে রেললাইনে নাশকতার মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, জামায়াতের রোকন আবদুর রউফ (৫০) ও গোদাগাড়ী পৌরসভার কাউন্সিলর এবং পৌর যুবদলের সভাপতি মাহাবুবুর রহমান বিপ্লব (৩৮)।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আবু ফরহাদ জানান, জামায়াতের রোকন আবদুর রউফ ও কাউন্সিলর বিপ্লবকে বুধবার গভীর রাতে এনায়েতুল্লাহপুর এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। রেললাইনে নাশকতার মামলার আসামি তারা।

১৪ ফেব্রুয়ারি রাজাশাহীর গোদাগাড়ী উপজেলার ললিতনগর স্টেশন থেকে আধা কিলোমিটার পূর্বে ঘিয়াপুকুর এলাকায় রেললাইনের ফিসপ্লেট খুলে ফেলে নাশকতাকারীরা। এতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঈশ্বরদীগামী লোকাল ট্রেনের ইঞ্জিন ও দুইটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ১৫ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকে।