বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন: বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাস, নৈরাজ্য ও পেট্রোলবোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে বরিশালে প্রতিবাদ সমাবেশ ও গণমিছিল করেছে জেলা ১৪ দল। শুক্রবার বিকেল সাড়ে চারটায় অশ্বিনী কুমার হল চত্বর থেকে সমাবেশ শেষে গণমিছিল বের করা হয়।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ এমপি সভাপতির বক্তব্যে বলেন, শেখ হাসিনা সরকারের নেতৃত্বে দেশের অগ্রগতি হচ্ছে। কৃষি, স্বাস্থ্য, শিক্ষাসহ সকল ক্ষেত্রে উন্নতির সুফল মানুষ ভোগ করছেন। এটা বেগম খালেদা জিয়ার সহ্য হয়না বলে অবরোধ কর্মসূচির নামে মানুষ হত্যা করে চলছে। এসময় তিনি আরো বলেন, নির্ধারিত সময়ের আগে দেশে কোনো নির্বাচন হবেনা। আর জ্বালাও পোড়াও এবং সন্ত্রাস করে দাবি আদায় করা যাবেনা। এসব পরিহার করে গণতান্ত্রিক উপায়ে বেগম জিয়াকে রাজনৈতিক কর্মসূচি পালন করার আহবান জানান তিনি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক শেখ মো. টিপু সুলতান এমপি, জাসদের জেলা সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আ. হাই মাহাবুব, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আফজালুল করিমসহ অন্যরা। সমাবেশের পর গণমিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।