হরতাল-অবরোধের সমর্থনে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিক: ঝিনাইদহে বিএনপির নের্তৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ও ৭২ ঘন্টা হরতালের সমর্থনে ২য় দিনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলের নেতাকর্মীরা।

Bnp Jhenaidah
হরতালের সমর্থনে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সকালে শহরের উজির আলী স্কুলের সামনে থেকে জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. এস এম মশিয়ুর রহমানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল মডার্ন মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি নেতা সাজেদুর রহমান পপ্পু, আশরাফুল ইসলাম পিন্টু, যুবদল নেতা আহসান হাবীব রণক। বক্তারা বলেন, ‘ভোটের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো।’