রাজশাহী থেকে কাজী শাহেদ: নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ২০ দলীয় জোট ও তাদের দোসররা দেশ অস্থিতিশীল করতে কি ধরনের ষড়যন্ত্র করছে, তা মান্নার কথায় প্রকাশ পেয়েছে। তাই ষড়যন্ত্রকারী যেই হোক না কেনো তাদের শাস্তিভোগ করতে হবে। বুধবার বিকালে রাজশাহী বিভাগীয় বাস ট্রাক শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে পেট্রোলবোমায়া নিহত ও আহত হওয়ার প্রতিবাদে ও পরিবহনে জ্বালাও পোড়াও বন্ধের দাবিতে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া ঘুঘু দেখেছেন, ফাঁদ দেখেননি। এবার আপনি ফাঁদে পড়েছেন। আমরা প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি, যে দানব মানুষ হত্যা করে, মানুষের রক্ত চুষে খায়। তার বাইরে থাকার কোনো অধিকার নেই। তাকে অবিলম্বে গ্রেফতার করে দেশের মানুষকে রক্ষা করুন।
নৌ পরিবহন মন্ত্রী বলেন, আসুন বাংলাদেশের মানুষকে রক্ষা করি। যে পরিবহন শ্রমিক বাংলাদেশের অর্থনীতিকে অগ্রগতি করে, তাদের পাশে দাঁড়াই। যারা পেট্রোলবোমা মারছে তাদের ধরিয়ে দেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। যাতে বাংলাদেশ থেকে পেট্রোলবোমার রাজনীতি চিরতরে স্তব্ধ হয়ে যায়। আমরা এই বাংলার মাটিতে জামায়াত-শিবিরের কবর রচনা করতে চাই।
মন্ত্রী শাহজাহান খাঁন বলেন, ‘৭১’ সালের স্বাধীনতা যুদ্ধে পাক-হানাদাররা বাঙালিকে গুলি করে মারতো। আর এখন তাদের দোসররা পেট্রোলবোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারছে।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বলেন, নবম ও দশম সংসদের যা অর্জন তা জামায়াত-শিবির জোট নষ্ট করতে চায়। কিন্তু তা সম্ভব হবে না। এ দেশের মানুষ তাদের পরিকল্পনা বুঝতে পেরেছেন।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বীর বিক্রম ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।