বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন: বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) বরিশাল ডিপোতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে চলাচলের অনুপযোগী একটি বাস পুড়ে গেছে। সোমবার গভীর রাত দুইটার দিকে নগরীর নথুল্লাবাদ বিআরটিসির ডিপোতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়। কিন্তু এরআগেই বাসটির ভেতরের অংশ বিশেষ পুড়ে ছাই হয়ে যায়।
বিআরটিসি ডিপোর ইনেসপেক্টর মো. জুলফিকার জানান, গভীর রাতে কর্মচারীরা বাসটিতে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি আরো জানান, বাসটি চলাচল অনুপযোগী হওয়ায় ডিপোর এক পাশে রাখা ছিল। কাঁটাতারে বেড়া ফাঁক করে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। তবে এর পাশে তাদের ৩০টি বাস ছিলো, তা রক্ষা পেয়েছে।
বিমানবন্দর থানার ওসি মো. শাহেদুজ্জামান জানান, ডিপোটির উত্তর পাশে ফিশারি রোড থেকে এসে সরকারবিরোধী কোনো চক্র পেট্রলবোমা ছুঁড়ে মেরেছে। যার কারণে আগুন মুহুর্তের মধ্যেই বাসে ছড়িয়ে পড়ে। এ ঘটনা তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।