বাল্য বিয়ে থেকে রক্ষা পাওয়া আরজিনা পেল সেলাই মেশিন

মধুপুর (টাঙ্গাইল) থেকে আব্দুল্লাহ্ আবু এহসনঃ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) তোফাজ্জল হোসেনের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পাওয়া স্কুলছাত্রী আরজিনাকে পড়ালেখার খরচ যোগাতে সোমবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হলো একটি সেলাই মেশিন। আরজিনা ধনবাড়ী পৌর শহরের চাতুটিয়া গ্রামের হতদরিদ্র দিনমজুর আরফান আলীর মেয়ে এবং চাতুটিয়া স্কুলের ৭ম শ্রেণীর ছাত্রী।

IMAG2306-1
চেয়ারম্যান আরিফ বজলুর সৌজন্যে উপজেলা প্রশাসনের মাধ্যমে সেলাই মেশিনটি বাবা-মার উপস্থিতিতে আরজিনার হাতে তুলে দেওয়া হয়

সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে আরজিনার হাতে সেলাই মেশিন তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউএনও সৈয়দ শরিফুল ইসলাম, এসি ল্যান্ড তোফাজ্জল হোসেন, পাইস্কা ইউপি চেয়ারম্যাান আরিফ বজলু, বাল্য বিযে থেকে রক্ষা পাওয়া আরজিনা খাতুন প্রমুখ।

আরজিনা জানান, দরিদ্র ঘরের সন্তান হওয়ায় পড়ালেখার খরচ যোগাতে না পেরে তার আত্মীয়-স্বজনরা তাকে জোর করে বিয়ে দিচ্ছিল। সেলাই মেশিন পেয়ে এখন সে খুশি। সেলাই মেশিনটি চালিয়ে পড়ালেখার খরচ যোগাতে চান তিনি।

২৩ ফের্রুয়ারি সোমবার স্কুল ছাত্রী আরজিনার বিয়ের দিন ধার্য ছিল। খবর পেয়ে নির্বাহী মেজিস্ট্রেট তোফাজ্জল হোসেন অনুষ্ঠানস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দেন। উপজেলার পাইস্কা ইউপি চেয়ারম্যান আরিফ বজলুর সৌজন্যে উপজেলা প্রশাসনের মাধ্যমে এ সেলাই মেশিনটি বাবা-মার উপস্থিতিতে আরজিনার হাতে তুলে দেওয়া হয়। এ ঘটনাটি এলাকায় প্রশংসা কুড়িয়েছে।