রংপুর থেকে জয়নাল আবেদীন: বিএনপির নেতৃতাধীন ২০দলের লাগাতার অবরোধ ও ৭২ ঘন্টা হরতালের তৃতীয় দিনে বিভাগীয় নগরী রংপুরে হরতালই নেই। হরতালের সমর্থনে নেই কোন মিছিল মিটিং, পিকেটিং। শহরের সকল দোকান পাট খোলা এবং আন্ত:জেলার সকল ধরনের যানবাহন চলাচল করছে। ট্রেন চলাচল করছে। আইন শৃংখলা রক্ষায় মহাসড়ক এবং নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে নাশকতার আশংকায় বিএনপির ১৭, জামায়াতের ৩ এবং অন্যান্য ৩৫ সহ মোট ৫৫ জনকে আটক করেছে পুলিশ।