শ্রমিক আটকের প্রতিবাদে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ

রাজশাহী থেকে কাজী শাহেদ: চালক ও হেলপারকে আটকের প্রতিবাদে রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। সোমবার রাত ৯টার দিকে সংবাদ সম্মেলন করে বাস চলাচল বন্ধের ঘোষণা দেন পরিবহন শ্রমিক নেতারা।

জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব চৌধুরী জানান, গতকাল বিকালে নগরীর শাহ মখদুম থানা পুলিশ তাদের দুই শ্রমিককে আটক করে। সন্ধ্যার মধ্যে তাদের ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন নগর পুলিশ কমিশনার। কিন্তু রাত ৯টা পর্যন্ত তাদের ছেড়ে না দেওয়ায় তারা বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, ‘অবরোধ-হরতালের মধ্যে আমরা বাস চালিয়ে সরকারকে সহযোগিতা করছি। কিন্তু পুলিশ আমাদের শ্রমিকদের আটক করে হয়রানি করছে।’

নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, মদ্যপ অবস্থায় বাসের হেলপার ও চালককে আটক করা হয়েছে। শ্রমিক নেতারা তাদের ছেড়ে দেওয়ার দাবি জানান। কিন্তু পুলিশ তাদের ছেড়ে না দেওয়ায় শ্রমিকরা বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান।