রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুর নগরীর রবার্টসনগঞ্জ এলাকায় একটি বাসায় বোমা তৈরির সময় বিস্ফোরিত হয়ে জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ফিরোজ সরকার বিপ্লব গুরুতর আহত হয়েছে। তার ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়াও একটি চোখসহ শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়েছে।
ঘটনাস্থল থেকে গুরতর আহত অবস্থায় পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে গ্রেফতার করে। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানান। পুলিশ ঘটনাস্থল থেকে বিপুল পরিমান বোমা তৈরির সরজ্ঞাম উদ্ধার করেছে।
পুলিশ জানায় মঙ্গলবার বিকেলের দিকে নগরীর রবার্টসনগঞ্জ মহল্লায় প্রয়াত সাবেক ব্যাংক কর্মকর্তা আমিনুল ইসলামের ছেলে যুবদল নেতা মোহাম্মদ রাসেলের (২৮) বাসায় কয়েকজন দলের নেতা কর্মী ওই বোমা তৈরি করছিল। এ সময় আকস্মিকভাবে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরলের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে পুলিশ আসার আগেই গুরতর আহত যুবদল নেতা বিপ্লবকে নিয়ে তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে এসে ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা বোমা তৈরীর সরঞ্জাম, জর্দার কোটা, বোমা তৈরির বিস্ফোরক-গান পাউডার, লোহার টুকরা, পাথর কুচিসহ কয়েকটি হাতে তৈরি বোমা উদ্ধার করে।
পুলিশ জানায় ঘটনার পর পরই আহত যুবদল নেতা ফিরোজকে নিয়ে পালিয়ে যাবার সময় নগরীর রুপালী সিনেমা হলের কাছে পুলিশ তাকে আহত অবস্থায় আটক করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহত যুবদল নেতা বিপ্লবের বাড়ি নগরীর পর্যটন মোড় এলাকায়। কোতয়ালী থানার ওসি কাদের জিলানী জানান বোমা তৈরির সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতার করার জন্য অভিযান চলছে।