কাউখালী (পিরোজপুর) থেকে রবিউল হাসান রবিন: দৈনিক পিরোজপুরের কথা পত্রিকার সম্পাদক ও পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক টিটুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও আসামিদের গ্রেফতারের দাবিতে বুধবার কাউখালী প্রেসক্লাব সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ করেছে কাউখালীর কর্মরত জাতীয়, দৈনিক ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকবৃন্দ।
এ সময় বক্তব্য দেন, কাউখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, বরিশাল বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী আব্দুল লতিফ খসরু, কাউখালী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি পিযুষ দে, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ, সাংবাদিক মাহবুবুল আলম প্রমুখ। বক্তারা সাংবাদিক জহিরুল হক টিটুর উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।