দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুরের ডিবি পুলিশ শুক্রবার সকাল পৌনে ১০টায় ৪টি ককটেল ও জিহাদী বইসহ ৭ শিবির ও ১ জামায়াত নেতাকে গ্রেফতার করেছে। জব্দ করা হয়েছে ৩টি মোটরসাইকেল।
ডিবি পুলিশের ওসি রেদওয়ানুর রহমান জানান, শুক্রবার সকালে সদর উপজেলার ঠাকুরাইন বাজারে গোপন বৈঠক করে ৩টি মোটরসাইকেলে ৮ জন শহরে ফেরার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ভ্রাম্যমান আদালতকে সঙ্গে নিয়ে পুলহাট মালিগ্রাম লিংক রোডে তাদের গতিরোধ করে। ডিবি পুলিশের হাতে আটক ৮ জনের মধ্যে ৭ জন ছাত্রশিবিরের নেতা। এর মধ্যে ৪ জন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ৩ জন যথাক্রমে সরকারী কলেজ, কেবিএম কলেজ ও সঙ্গীত ডিগ্রী কলেজের শিবির নেতা।
এরা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার নাগাইহাট গ্রামের শামসুর রহমান প্রধানের পুত্র মোস্তাফিজুর রহমান (২৩), কুড়িগ্রাম জেলার সদর উপজেলার গৌড়েরখামার গ্রামের মৃত আব্দুল মালেকের পুত্র নুরুল হুদা (২৩), ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার হাটপাড়াগ্রামের জোবায়েদুল হকের পুত্র মোঃ নাসির উদ্দীন (২৫), নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার মাঝপাড়ার আকবর আলীর পুত্র মোঃ আবুল কালাম (২০), দিনাজপুর জেলার কাহারোল উপজেলার মুকন্দপুর গ্রামের মোঃ হাবিবুর রহমানের পুত্র মোঃ ফজলে রাব্বী (২৫), বিরল উপজেলার বড়তিলাইন গ্রামের মনসুর আলীর পুত্র মোঃ একরামুল হক (২৫) এবং একই উপজেলার বালান্দর গ্রামের কাদের নেওয়াজের পুত্র মোঃ শামসুজ্জামান (২৮)।
এ সময় ডিবি পুলিশ দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কর্ণাই গ্রামের আব্দুস সালামের পুত্র মোঃ আবুল কাশেমকে (২৩) গ্রেফতার করে। আটক ৮ জনের কাছ থেকে সাইটব্যাগে রক্ষিত লাল স্কচটেপে মোড়ানো ৪টি ককটেল এবং ইসলামী আন্দোলন ও সংগঠন বিষয়ক কয়েকটি জিহাদী বই উদ্ধার করা হয়। পুলিশ ৩টি মোটরসাইকেল জব্দ করেছেন। ডিবি’র এসআই বজলুর রশিদ বাদী হয়ে বিস্ফোরকদ্রব্য আইনে কোতয়ালী থানায় মামলা দায়ের করেছেন।