শেরপুরে শত বছরের পুরনো মন্দির দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

শেরপুর থেকে হাকিম বাবুল: শেরপুর জেলা শহরের সিং পাড়া মহল্লার প্রায় শত বছরের পুরনো একটি কালী মন্দির দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা। শনিবার সকালে শ্রী শ্রী অভয় তারিনী কালি মাতা মন্দিরের সামনে এলাকার প্রায় শতাধিক নারী-পুরুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করে মন্দিরটি রক্ষার জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের নিকট দাবি জানিয়েছেন।

Sherpur pic-mondir
সিং পাড়া মহল্লার প্রায় শত বছরের পুরনো কালী মন্দির দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা

মানববন্ধনে নেতৃত্ব দেন মন্দির কমিটি’র সভাপতি অ্যাডভোকেট অরুন কুমার সিংহ রায় এবং মন্দির রক্ষা কমিটি’র সাধারণ সম্পাদক তপন কুমার সিং। এ সময় তারা বলেন,  প্রায় শত বছরের পুরোনো ২৫ শতক জমির উপর এ মন্দিরটি স্থানীয় বাসিন্দা ও সাবেক কমিটি’র সভাপতি অ্যাডভোকেট প্রদীপ সিং জাল দলিলের মাধ্যমে দখলের পাঁয়তারা করছে। ২০০৮ সালে এ মন্দিরের নামে জেলা পরিষদ থেকে অনুদানের মাধ্যমে মন্দিরের প্রচীর নির্মাণ করা হলেও সেটির সাইন বোর্ডটি ভেঙ্গে ফেলেছে ষড়যন্ত্রকারীরা। এ নিয়ে উচ্চ আদালতে মামলাও চলছে। ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের সহায়তায় ওই মন্দির এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বর্তমানে মন্দিরে নিয়মিতভাবে পূজা-অর্চনা করতে আসা পূজারিরা অতংকে আছে কখন যেন মন্দিরটি দখল করে ভেঙ্গে ফেলে।

২৫ শতকের ওই জমিটি সিএস এবং আর ও আর রেকর্ডে তৎকালীন জমিদার গোপাল দাশ চৌধুরীর নাম উল্লেখ রয়েছে এবং সর্বশেষ বিআরএস রেকর্ডে জমিটি দেবোত্তর স্থান উল্লেখ করা রয়েছে।