ইটনায় র‌্যাবের হাতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জ থেকে মোস্তফা কামাল: জেলার হাওর উপজেলা ইটনায় র‌্যাবের অভিযানে প্রায় দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। কিশোরগঞ্জের র‌্যাব-১৪ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত পৌনে ৮টার দিকে র‌্যাবের একটি দল ইটনার হরিপুর গ্রামে অভিযান চালিয়ে মৃত আব্দুল আজিজের ছেলে লিটন মিয়াকে (৩৫) এক কেজি ৯০০ গ্রাম গাঁজা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইল সেটসহ আটক করেছে।
Kishoreganj (Drug Seized)-29-03-2015
এসব গাঁজার আনুমানিক মূল্য ১৫ হাজার ২০০ টাকা। জব্দকৃত মালামালসহ আসামি লিটন মিয়াকে ইটনা থানায় সোপর্দ করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।