গোপালগঞ্জ থেকে হায়দার হোসেন: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নির্মাণাধীন ব্রিজে পানি দেবার জন্য বৈদ্যুতিক মটর চালাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে জামাল হাওলাদার (৪৫) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পারকোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার এসআই ওমর আলী হোসেন শহিদী জানান, কোটালীপাড়া-রাজৈর সড়কের পারকোনা খালের উপরে নির্মাণাধীন ব্রিজে পানি দেবার জন্য মটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল গুরুতর আহত হয়। আহত জামালকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
নিহত জামাল হাওলাদার ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার জীবনদাস কাঠী গ্রামের ইছহাক হাওলাদারের ছেলে।