দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুরে ক্ষমতাসীন দলের কতিপয় নেতার পৃষ্টপোষকতায় ১৮ কোটি টাকার টেন্ডারের দরপত্র জমাদানে বাধা সৃষ্টির অভিযোগ করেছেন ঠিকাদাররা।
রোববার সকালে দিনাজপুর প্রেসক্লাবে ঠিকাদারদের পক্ষে মো. নাজির হোসেন নাজু এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন যে, ৩১ মার্চ তিনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) হোস্টেল বিল্ডিং নির্মাণে ১৮ কোটি টাকার টেন্ডার দাখিলের জন্য গেলে ক্ষমতাসীন দলের কয়েকজন গডফাদারের নির্দেশে তাকে বাধা দেওয়া হয়। এ সময় হাবিপ্রবি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলীর অফিসের গেটের বাইরে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হলে তিনি টেন্ডার ডকুমেন্ট জমা না দিয়ে প্রাণ ভয়ে স্থান ত্যাগ করেন। ৫নং টেন্ডারে ৩১জন ঠিকাদার দরপত্র ক্রয় করেন। বাধা দানের প্রতিবাদে ঠিকাদার নাজু কোতয়ালী থানায় জিডি করেছেন (যার নং ১৬৯২ তারিখ ৩১ মার্চ)।
সংবাদ সম্মেলনে ঠিকাদার নাজু ৫নং টেন্ডার পুনরায় আহ্বান এবং রংপুর রেঞ্জের ডিআইজি’র অফিসে নতুনভাবে টেন্ডার দাখিলের পয়েন্ট চালুর দাবি করে বলেন, ক্ষমতাসীন দলের কতিপয় গডফাদারদের কারণেই শান্তির নগরী দিনাজপুরে দুর্বৃত্তায়ন শুরু হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে গডফাদারদের নাম উল্লেখ না করে তিনি বলেন, তাদের নাম বললে আমার লাশের ছবি পত্রিকায় ছাপা হবে। কে দিবে আমাকে নিরাপত্তা। সংবাদ সম্মেলনে ফিরোজ আলী ও সৈয়দ সপু আহমেদ উপস্থিত ছিলেন।