বৈশাখী উৎসবে নারীর শ্লীলতাহানির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহী থেকে কাজী শাহেদ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈশাখী উৎসবে নারীর শ্লীলতাহানির ঘটনার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে খেলাঘর। শুক্রবার সকালে নগরীর বঙ্গবন্ধু চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন থেকে দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়।

জেলা খেলাঘরের সভাপতি অধ্যাপক ফজলুল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন এনামুল হক, আহসান কবীর লিটন, অধ্যাপক কামরুজ্জামান, কাজী শাহেদ প্রমুখ।