সম্মাননা স্মারক পেলেন বরিশালের দু’জ্যেষ্ঠ সাংবাদিক

বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন: কিংবদন্তির কবি আবু জাফর ওবায়দুল্লাহ স্মরণ উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, এমপি জেলার দুই জন জ্যেষ্ঠ সাংবাদিককে সম্মাননা স্মারক প্রদান করেছেন।

2
সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক এ্যাডভোকেট এস.এম. ইকবাল ও এ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল

জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার থেকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে দু’দিনব্যাপী এ স্মরণ উৎসবের শনিবার রাতে সমাপ্তি ঘটে। সম্মাননা স্মারকপ্রাপ্ত জ্যেষ্ঠ সাংবাদিক হলেন- এ্যাডভোকেট এস.এম. ইকবাল ও এ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল। জেলা প্রশাসক মোঃ শহীদুল আলমের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতান, এমপি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রনজিৎ কুমার বিশ্বাস, বিভাগীয় কমিশনার বীর মুক্তিযোদ্ধা মোঃ গাউস।