কমলনগরে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

কমলনগর (লক্ষ্মীপুর) থেকে মোঃ ওয়াজি উল্যাহ জুয়েল: লক্ষ্মীপুরের কমলনগরে তোরাবগঞ্জ এলাকা থেকে ইয়াসমিন আক্তার সুইটি নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বামীসহ বাড়ির অন্যান্যরা পলাতক রয়েছে।

বুধবার সকাল ১০টায় লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তোরাবগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের তরিক আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

তোরাবগঞ্জ এলাকার শোহরাব হোসেনের স্ত্রী ইয়াসমিন আক্তার সুইটি (২৮) লক্ষ্মীপুর সদর গইগ পুর এলাকার মাইন উদ্দিনের মেয়ে।

কমলনগর থানার এস আই আজাদ উদ্দিন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ধারণা করা হচ্ছে মঙ্গলবার গভীর রাতে যে কোনও সময় ঘটনাটি ঘটে।