রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুর নগরীর বুড়িরহাট রোডে যমুনা ক্লিনিক এন্ড নার্সিং হোম ও রয়েল ক্লিনিক এন্ড নার্সিং হোমকে লাইসেন্স নবায়ন না থাকা, সার্বক্ষণিক ডাক্তার না থাকা ও মূল্য তালিকা প্রদর্শন না করার কারণে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
সোমবার রংপুর সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্তÍ এ অভিযান পরিচালনা করা হয়। রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমিন সুলতানা ও সারওয়াত সামীন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় রংপুর সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।