জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: অস্ত্র ও গুলিসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার বিকেলে সদর উপজেলা লাউদিয়া এলাকা কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের রহিম শেখের ছেলে আলী হোসেন (২৪) ও সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের চেউনিয়া গ্রামের গুরুপদ মালাকারের ছেলে সনজিত কুমার মালাকার (২৬) নামের দুজনকে আটক করা হয়।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তেতে সদর উপজেলার লাউদিয়া এলাকায় গোয়েন্দা পুলিশ চেকপোস্ট বসায়। এসময় মোটরসাইকেল তল্লাশি করে এক ব্যক্তির শরীরের কোমরে লুকিয়ে থাকা অবস্থায় একটি চাইনিজ পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। পরে টিভিএস মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়।
আটককৃতদের ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর ও কোটচাঁদপুর থানায় একাধিক মামলা রয়েছে।