রংপুরে ৮ দিনব্যাপী নারী উদ্যোক্তা উন্নয়ন ও সম্প্রসারণ প্রশিক্ষণ শুরু

রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুর চেম্বার অব কমার্স মিলনায়তনে নারী উদ্যোক্তা উন্নয়ন ও সম্প্রসারণ কর্মসূচির আওতায় ৮ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা রবিবার থেকে শুরু হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে ‘‘নারী উদ্যোক্তা উন্নয়ন ও সম্প্রসারণ’’ কর্মসূচির আওতায় বেসিক বিউটিফিকেশন ও বেসিক সেলাই কাটিং প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব এম এ জাফর সরকার।

RANGPUR Training Course Opening Picture  03.05.2015
রংপুরে ৮ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপ সচিব কফিল ফাইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক ড. মাহবুব উল করিম, উইমেন চেম্বার সভাপতি আনোয়ারা ফেরদৌসি পলি, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা হোসেন রিপন, দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্টির প্রতিনিধি কামরুল হাসান।

প্রশিক্ষণ কোর্সে ৪০ জন নারী উদ্যোক্তা বেসিক বিউটিফিকেশন ও বেসিক সেলাই কাটিং প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ কোর্স শেষে ২০জন প্রশিক্ষণার্থীকে ১টি করে বিউটিফিকেশন বক্স এবং ২০জন প্রশিক্ষণার্থীকে ১টি করে সেলাই মেশিন প্রদান করা হবে।