হোসেনপুরে কৃষকের ঘরে আগুনে শিশুর মৃত্যু, মারা গেছে গবাদি পশু

মোস্তফা কামাল, কিশোরগঞ্জ : জেলার হোসেনপুর উপজেলার সাহেবেরচর এলাকায় এক কৃষকের বাড়িতে অগ্নিকাণ্ডে তার সাত বছরের শিশুকন্যা মারা গেছে। এ সময় গবাদি পশুর মৃত্যুসহ অন্তত ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

হোসেনপুর থানার ওসি নান্নু মোল্লা জানিয়েছেন, সোমবার সকালে নাসিরউদ্দিন নামে এক কৃষকের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দুটি ঘর পুড়ে যায়। আগুনে তার মেয়ে সানজিতা (৭) মারা গেছে। এ সময় কৃষকের গরুর দুটি বাছুর মারা গেছে, পুড়ে আহত হয়েছে আরো একটি গরু। অগ্নিকাণ্ডে আনুমানিক ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে ওসি জানিয়েছেন।