পুলিশি হামলা ও নারী নির্যাতনকারীদের গ্রেফতার দাবি রংপুরে, প্রতিবাদ সমাবেশ

রংপুর থেকে জয়নাল অবেদীন: পয়লা বৈশাখ বর্ষবরণ অনুষ্ঠানে সংঘটিত নারী নির্যাতনকারীদের গ্রেফতার এবং ঢাকায় আন্দোলনরত ছাত্র ইউনিয়নের নেতা কর্মীদের উপর পুলিশের বর্বরোচিত হামলার প্রতিবাদে শুক্রবার রংপুর প্রেসক্লাব চত্বরে উদীচি শিল্পীগোষ্ঠীর আহবানে রংপুরের প্রগতিশীল গণসংগঠনসমুহের উদ্যোগে প্রতিবাদ সমাবেশের  আয়োজন করা হয়।

02
উদীচি শিল্পীগোষ্ঠীর আহবানে রংপুরের প্রগতিশীল গণসংগঠনসমুহের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ

সমাবেশে বক্তারা বলেন, একটি সভ্য দেশে শতশত মানুষের সামনে নারীদের নির্যাতন করা হলো তাদের গ্রেফতারে পুলিশের কোনও ভূমিকা নেই। অথচ সেই নির্যাতনকারীদের গ্রেফতার ও বিচার দাবি করতে গিয়ে আন্দোলনরত নারীরা পুলিশি থাবায় পড়ে আবারো নির্যাতনের শিকার হলেন, কি বিচিত্র আমাদের প্রশাসন। বক্তারা পুলিশি বর্বরোচিত হামলার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন।

উদীচী শিল্পীগোষ্ঠী রংপুর জেলা সংসদের সভাপতি অধ্যাপক আব্দুল জলিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের শিক্ষিক সমিতির সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র বর্মণ, ডা: মফিজুল হক মান্টু, উদীচী সম্পাদক কাফি সরকার, অধ্যাপক সাহারা ফেরদৌস ও ডা: সৈয়দ মামুনুর রহমান।