দিনাজপুরে শিশু নির্যাতনের ঘটনায় তিন শিক্ষক বরখাস্ত, ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

রতন সিং, দিনাজপুর: শিশু নির্যাতনের অভিযোগে সদর উপজেলার কমলপুর নূরানি কাওমি মাদরাসার তিন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আদালতে পাঁচদিনের রিমান্ড চেয়েছে। আজ বৃহস্পতিবার রিমান্ড আবেদনের শুনানি হবে

ওই মাদরাসার হেফজ বিভাগের নয় বছরের ছাত্র আবু সাঈদকে তিনদিন আটকে রেখে অমানবিক নির্যাতন  শিক্ষক হাফেজ মো. রেজাউল ইসলাম, মওলানা রিয়াজুল ইসলাম ও হাফেজ মো. শরিফুল ইসলাম। বিষয়টি জানাজানি হওয়ার পর তারা পালিয়ে যায়। মঙ্গলবার পুলিশ তাদের গ্রেফতার করে।

সদর থানার ওসি খালেকুজ্জামান জানান, মাদরাসা কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি মঙ্গলবার লিখিত প্রতিবেদন পেশ করে। প্রতিবেদনের প্রেক্ষিতে বুধবার দুপুরে  তিন শিক্ষককে প্রাথমিক পর্যায়ে দোষী সাব্যস্ত করে চাকরি হতে সাময়িক বরখাস্ত করেন পরিচালনা কমিটি।

আটক তিনজনের বিরুদ্ধে আবু সাঈদের পিতা হাসান আলী বাদী হয়ে শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। বুধবার বিকেলে তিন শিক্ষককে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেনের আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল মালেক অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করলে বিচারক বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন।

বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

জমিতে ধান কাটার সময় বজ্রপাতে মারা গেছেন এক কৃষক। এ ঘটনায় আরও দুজন আহত হয়। পুলিশ জানায়, বুধবার বেলা ১১টায় সদর উপজেলার শেখপুরায় ধান কাটার সময় কৃষক ওলিউল্লাহ (৩৫) ঘটনাস্থলে মারা যান।  গুরুতর আহত হন কৃষক আব্দুর রহমান শাহীন (২৬) ও জয়নাল আবেদিন (২২)। তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে কোতোয়ালী থানায় ইউডি মামলা দায়ের করা হয়। ওলিউল্লাহর মৃতদেহ ময়না তদন্ত শেষে বিকেলে অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়।