কাউখালীতে ৫৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

কাউখালী (পিরোজপুর) থেকে রবিউল হাসান রবিন: পিরোজপুরের কাউখালী উপজেলার কোস্টগার্ড ও মৎস্য বিভাগ সন্ধ্যা ও কচা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫৫হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে।

শনিবার ভোরে সন্ধ্যা ও কচা নদী থেকে এসব অবৈধ জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের মূল্য ৬লাখ ৬০হাজার টাকা। পরে ওই সব জাল কাউখালী লঞ্চঘাট সংলগ্ল মাঠে মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।

কোস্টগার্ড পশ্চিম জোনের কন্টিজেন্ট কমান্ডার মো. কাদির জানান, ইলিশ সুরক্ষায় কোস্টগার্ড উপকূলীয় নদ নদীতে জাটকা নিধন বন্ধে ১৫ জানুয়ারি থেকে অভিযান শুরু করেছে যা ৩০জুন পর্যন্ত চলবে।

কাউখালীর সন্ধ্যা, কচা ও কালিগঙ্গা নদীতে এ অভিযান নিয়মিত চলছে। এজন্য কাউখালীতে একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। এ সময় উপকূলের নদ নদীতে জাটকা আহরণ বন্ধে জেলেদের সতর্ক করা হয়েছে।