রাজশাহীতে মেলার নামে জুয়া বন্ধের দাবি সাংসদ বাদশার

কাজী শাহেদ, রাজশাহী: রাজশাহীতে মেলার নামে জুয়া ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়েছেন সদর আসনের সাংসদ ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে সাংসদ বাদশা বলেন, ‘রাজশাহীতে আলাদা দুটি স্থানে বাণিজ্য মেলা ও আনন্দ মেলার নামে যা হচ্ছে তা বিবেক বিবর্জিত, অসামাজিক এবং অশ্লীল। এর মধ্যে দিয়ে আমরা আমাদের তরুণ ও যুবক সমাজকে বিপথগামী করছি। এর দায় থেকে আমরা কোনোভাবেই এড়িয়ে যেতে পারি না। আমি মনে করি যথেষ্ট হয়েছে, এখই এসব বন্ধ হওয়া উচিত।’

বিবৃতিতে সাংসদ ফজলে হোসেন বাদশা আরও উল্লেখ করেন, ‘আমার মতামত না নিয়ে মেলার নামে এ ধরনের অনৈতিক কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হয়েছে। এতে আমার মতো সাধারণ মানুষের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সব কিছু দেখে নীরবতা অবলম্বন করা নতুন আরও একটি অপরাধেই সামিল। আমি মনে করি, খুব সহজেই অর্থ অর্জন করা মানুষের লুটেরা মনোবৃত্তিকে জাগিয়ে তোলে; দুর্নীতেকেই প্রলুব্ধ করে। যা আমাদের কারও জন্য সমীচীন নয়।’