গফরগাঁওয়ে সমহারে ভাতা প্রদানের দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

গফরগাঁও (ময়মনসিংহ) থেকে আতাউর রহমান মিন্টু: সকল মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা সমহারে ১০ হাজার টাকা করার দাবিতে রবিবার দুপুরে গফরগাঁওয়ে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মুক্তিযোদ্ধাবৃন্দের ব্যানারে পৌরশহরের মধ্যবাজারে পৌর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়।

gafargaon pic-1.07.06.15
গফরগাঁওয়ে সমহারে সম্মানী ভাতা প্রদানের দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

মানববন্ধনে বক্তারা ৬৫ বছর বা তদুর্ধ বয়স্ক মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ১০ হাজার টাকা করার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, মহান মুক্তিযুদ্ধে যেহেতু সকল বয়সী মুক্তিযোদ্ধাদের অবদান এবং ভূমিকা সমান তাই ৬৫ বছরের নীচের বয়সী মুক্তিযোদ্ধাদেরকেও ১০ হাজার টাকা সম্মানী ভাতা দিতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গিয়াস উদ্দিন, মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন রানা, আব্দুল কাইয়ূম,, আবু সাঈদ, সিরাজুল ইসলাম, এমদাদুল হক, ফেরদৌস সরকার। মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা অংশ নেন।