শেরপুরে অসংক্রামক রোগ প্রতিরোধ বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

শেরপুর থেকে হাকিম বাবুল: উচ্চ রক্তচাপ, হৃৎপিন্ড ও মস্তিষ্ক আক্রান্ত হওয়া ও ডায়াবেটিস রোগের সচেতনতা বাড়াতে শেরপুরে অসংক্রামক রোগ প্রতিরোধে প্রভারাভিযান বিষয়ক জেলা পর্যায়ের এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরো এ অ্যাডভোকেসি সভার আয়োজন করে।

Sherpur Pic-2-1
সিভিল সার্জন ডা. মো. আনোয়ার হোসেন এতে সভাপতিত্ব করেন। এতে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারি, স্কুল শিক্ষক, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, সাংবাদিক, এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।