বগুড়ায় নিজ ঘর থেকে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়া পল্লিতে নিজ ঘর থেকে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধলু শাহ (৫৫) নামের এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। ধলু শাহ উপজেলার চামরুল ইউনিয়নের আটগ্রাম শাহপাড়ার মৃত মজিবর রহমানের ছেলে। তিনি গরুর ব্যবসা করতেন। ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে রহস্য দেখা দিয়েছে।

স্থানীয় লোকজন ও পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে ধলু শাহ ও তাঁর স্ত্রী ঝগড়া বিবাদ করেন। স্ত্রী রাগ করে বাড়ি থেকে বাপের বাড়ি চলে যান। ছেলে এইচএসসি কারিগরি পরীক্ষার জন্য কলেজে যায়। এ সময় বাড়িতে কেউ ছিল না। ধলু শাহ এ সুযোগে নিজ ঘরের দরজা বন্ধ করে ছিলেন। সন্ধ্যার পর তাঁর স্ত্রী ও ছেলে বাড়ি এসে ধলু শাহের ঘরের দরজা ভেঙ্গে দেখতে পায় তাঁর গলাকাটা লাশ। পুলিশ খবর পেয়ে রাতেই ওই গ্রামে গিয়েছেন।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী বলেন, নিহত ধলুর গলার শ্বাস নালী কাটা। ঘরে একটি ধারালো ছুরি ও মুঠোফোন পাওয়া গেছে। তবে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।