রংপুরে নানা অনুষ্ঠানে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

রংপুর থেকে জয়নাল আবেদীন: “শিশু শ্রমকে না বলুন, মানসম্মত শিক্ষাকে হ্যা বলুন” এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে বৃহস্পতিবার রংপুরে র‌্যালি চিত্রাংকন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

RANGPUR RALLY PHOTO 02
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে রংপুরে র‌্যালি

ক্লীন নেটওয়ার্ক ও ইএসডিও’র আয়োজনে সকালে রংপুর সিটি কর্পোরেশন চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিটি কর্পোরেশন মিলনায়তনে ফিরে আসে। সেখানে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন খানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু। বক্তব্য দেন সিটি সচিব ফজলুল কবীর, প্রকল্প সমন্বয়কারী মাহবুবুল হক, শিশু বিষয়ক কর্মকর্তা জাহিদ হোসেন, সহকারী শ্রম পরিচালক আবুল বাশার। পরে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।