মধুপুর (টাঙ্গাইল) থেকে আব্দুল্লাহ আবু এহসান: টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলে এক কিশোরী (১৩) ধর্ষণের শিকার হয়েছে। মধুপুর উপজেলার জাঙ্গালীয়া গ্রামের জুলহাস উদ্দিনের ছেলে আজিজুল হক (২০) একই গ্রামের ঐ কিশোরীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। ধর্ষণের শিকার হয়ে লজ্জায় ওই কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। বুধবার সন্ধ্যারাতে উপজেলার জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ওই কিশোরীর পরিবার ও স্থানীয়রা জানান, বুধবার কিশোরীর বাবা ও মা কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন। এই সুযোগে আজিজুল হক বাড়িতে ঢুকে মুখ চেপে ধরে ধর্ষণ করে। কিশোরীর ধস্তাধস্তি ও গুংরানীর শব্দ শুনে পথচারী ও প্রতিবেশীরা এগিয়ে আসলে অবস্থা বেগতিক দেখে ধর্ষক আজিজুল দৌড়ে পালিয়ে যায়। পিছনে ধাওয়া করে এলাকাবাসী তাকে ধরতে পারেনি।
এদিকে এ ঘটনার শিকার হয়ে লজ্জায় কিশোরী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলে আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা তাকে রক্ষা করেন। পুলিশ খবর পেয়ে ভিকটিমকে উদ্ধার করে বৃহস্পতিবার ডাক্তারী পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, অভিযোগ জানার সাথে সাথে ভিকটিমকে উদ্ধার করেছি। এ ব্যাপরে থানায় মামলা হয়েছে। ধর্ষককে গ্রেফতারের জোর তৎপরতা চলছে।