ব্রিজ ভাঙায় মৌলভীবাজার-বড়লেখা সড়ক যোগাযোগ ৫ দিন বন্ধ

মৌলভীবাজার থেকে আজিজুল ইসলাম: জেলার বড়লেখার হাতলিঘাট বেইলি ব্রিজ ভেসে যাওয়ায় পাঁচ দিন থেকে মৌলভীবাজার-বড়লেখা সড়কের যানবাহন চলাচল বিচ্ছিন্ন রয়েছে। ফলে পাঁচ উপজেলার জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

Beili briz
ব্রিজ ভাঙায় মৌলভীবাজার-বড়লেখা সড়ক যোগাযোগ ৫ দিন বন্ধ

ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে গত ১০ জুন মৌলভীবাজার-বড়লেখা সড়কের হাতলিঘাটে নির্মাণাধীন সেতুর বিকল্প বেইলি ব্রিজটি ভেঙে পড়ে।  ওই দিন দুপুর থেকে রোববার পর্যন্ত এ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে রয়েছে। বিকল্প সড়ক জুড়ী উপজেলার বাছিরপুর হয়ে সুজানগর ইউনিয়ন দিয়ে ছোট যান চলাচল করলেও বাস ও মালবাহী ট্রাক চলাচল করতে পারছে না। এতে যাত্রীদের ভোগান্তি বেড়েছে, নিত্য প্রয়োজনীয় মালামাল বহনে খরচ বেশি হওয়ার অজুহাতে দ্রব্য মূল্য বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। পরিবহন শ্রমিকরা সুযোগ বুঝে অতিরিক্ত ভাড়া আদায় করে যাত্রীদের হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।

সওজ সূত্রে জানা গেছে, মৌলভীবাজার বড়লেখা সড়কের হাতলীঘাট ব্রিজ নির্মাণের প্রয়োজনে বিকল্প রাস্তার বেইলি ব্রিজ ভেঙে পড়ায় মূল সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকলেও বিভিন্ন ফাড়ি রুটে যানবাহন চলাচল করছে।

সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, ভেঙে পড়া ব্রিজটি ৩০ ফুট ছিল, বর্তমানে ৬০ ফুট লম্বা ব্রিজ নির্মাণ করায় কাজে বিলম্ব হচ্ছে। দুই দিনের মাঝে কাজ সম্পন্ন হলেই যানবাহন চলাচল স্বাভাবিক হবে।