কাজী শাহেদ, রাজশাহী: সরকারি খাদ্য গুদামে খাদ্যশস্য খালাসি শ্রমিকদের চাঁদাবাজি বন্ধসহ তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে রাজশাহী বিভাগীয় খাদ্য পরিবহন (সড়কপথ) ঠিকাদার সমিতি।
দ্রুত শ্রমিকদের অবৈধ চাঁদাবাজি বন্ধে কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ না নিলে আগামী ১ জুলাই থেকে রাজশাহী ও রংপুর বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হবে বলে আজ রোববার দুপুরে বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রাজশাহী বিভাগীয় খাদ্য পরিবহন (সড়কপথ) ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক শাহ্ আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১১ জুন সরকারি খাদ্য গুদামগুলোতে সরকারি খাদ্যশস্য বোঝাই ও খালাই শ্রমিকদের অবৈধ চাঁদাবাজি বন্ধের দাবিতে রাজশাহী বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। তবে এখন পর্যন্ত কর্তৃপক্ষ চাঁদাবাজি বন্ধে কার্যকর কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। ফলে ঠিকাদারদের মাঝে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। তাই ঠিকাদারদের বৃহত্তর স্বার্থে সরকারি খাদ্যশস্য পরিবহনকালীন সময় শ্রমিকদের চাঁদাবাজি বন্ধ, পরিবাহিত খাদ্যশস্যের গুণগত মানের অজুহাতে খালাস বন্ধ করে ঠিকাদারদের হয়রানি বন্ধ ও ভি-ইনভয়েস বিধিসম্মত নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠানো ও প্রাপ্তি নিশ্চিত করার দাবিতে আগামী ১ জুলাই থেকে রাজশাহী ও রংপুর বিভাগে অনির্দিষ্টকালের খাদ্যশস্য পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছে।