রংপুরে ১৫ দিনব্যাপী ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষমেলা শুরু

রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুরে ১৫ দিনব্যাপী বিভাগীয় ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষমেলা সোমবার থেকে শুরু হয়েছে। মেলা উপলক্ষে জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে একটি জনসচেতনতামূলক র‌্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

rangpur mella
মেলা উপলক্ষে জনসচেতনতামূলক র‌্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে

জেলা স্কুলে ফিতা কেটে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় গাছের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন, বগুড়া সামাজিক বন অঞ্চলের বন সংরক্ষক আব্দুল মাবুদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জুলফিকার হায়দার।