রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুরে তুচ্ছ ঘটনায় গুরুতর আহত এক যুবক শুক্রবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
পুলিশ জানায়, গত বুধবার নগরীর যুগিপাড়াতে ইফতার করা নিয়ে দুই যুবক মিলন ও নয়নের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়।
এ সময় সহিদার রহমানকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার সকালে তিনি মারা যান।
এ ঘটনার প্রতিবাদে অভিযোগকারীর বাড়ি ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।