মিলন কর্মকার রাজু, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ার শুক্রবার দুপুরে নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে সাগর মোল্লা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। চম্পাপুর ইউনিয়নের আগুনমুখা নদীর মোহনায় এ ঘটনা ঘটেছে।
নিহত সাগর দক্ষিণ দেবপুর গ্রামের হাবলু মোল্লার ছেলে।
ইউপি সদস্য হাবিব মোল্লা জানান, সাগর ও তার ভাই রিন্টু সখ করে দুপুরে মাছ ধরতে নদীতে যায়। নদীতে মাছ ধরাকালীন হঠাৎ একেরপর এক বজ্রপাত ও প্রবল বর্ষন শুরু হলে তাঁরা মাছ ধরা বন্ধ করে উপকূলের দিকে ফিরতে শুরু করে। ফেরার পথে আকস্মিক বজ্রপাতে সাগর ট্রলারেই নিহত হন।
এ সময় নদীতে মাছ শিকাররত অন্য ট্রলারের জেলেরা তাঁদের উদ্ধার করে ঘাটে নিয়ে আসলেও তাঁকে বাঁচানো যায়নি।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য হাফিজুর রহমান।