মধুপুরের দুই ইউনিয়নে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ

আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর: টাঙ্গাইলের মধুপুর উপজেলার দুইটি ইউনিয়নে ১৩ বর্গ কিলোমিটারের আট শতাধিক  গ্রাহক পল্লী বিদ্যুতের নতুন সংযোগ পেয়েছেন।

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক শনিবার বিদ্যুৎ সংযোগটির উদ্বোধন  করেন।

IMG_2015 jj
বিদ্যুৎ সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের হাসিল গ্রামের ৬.১ বর্গ কিলোমিটারের ৪১৪ জন, অরণখোলা ইউনিয়নের মাগন্তিনগর গ্রামের ২.২৯ বর্গ কিলোমিটারে ৯৩ জন ও একই ইউনিয়নের ভুটিয়া গ্রামের ৪.৬৪ বগর্ কিলোমিটারে ৩১২ জন গ্রাহক এ বিদ্যুৎ সুবিধার আওতায় এলেন।

উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের হাসিল গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে সভাতিত্ব করেন ইউপি চেয়ারম্যান সাদিক হোসেন, মাগন্তিনগর ও ভুটিয়া গ্রামের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান বেনেডিক্ট মাংসাং।

তিনটি অনুষ্ঠানেই প্রধান অতিথির বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাক। এছাড়া উপজেলা চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু, ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন,উপজেলা আওয়ামী লীগ সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মধুপুর জেনারেল ম্যানেজার মোল্লা আবুল কালাম আজাদ ও ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

খাদ্যদ্রব্যে ভেজালের দায়ে মধুপুরে ৩৫ প্রতিষ্ঠানকে জরিমানা

টাঙ্গাইলের মধুপুরে রবিবার ভ্রাম্যমাণ আদালত ভেজাল বিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন হোটেল ও ফলের দোকানসহ ৩৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা করেছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা খাদ্যদ্রব্যে ভেজালের দায়ে জরিমানা বাবদ নগদ অর্থ আদায় করেন।

এ সময় মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ও সেনেটারী ইন্সপেক্টর বিলকিস আক্তার উপস্থিত ছিলে