প্রতিনিধি, গোপালগঞ্জ: মুকসুদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইদুল মোল্লা (৩৮) নামের একজন মারা গেছে। বুধবার দুপুরে মুকসুদপুর উপজেলা কাঁশালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী মিরাজ ফকির জানান, বৃষ্টির মধ্যে ঘরে থাকা টিন বাইরে বের করতে গেলে বিদ্যুতের তারে টিন জড়িয়ে সাইদুর মোল্লা বিদ্যুতায়িত হন। সঙ্গে সঙ্গেই মারা যান তিনি।