রাজশাহীতে একজনকে পিটিয়ে হত্যা

রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীর গোদাগাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে জাহাঙ্গীর হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার লস্করহাটি এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকা-ের সঙ্গে জড়িত থাকায় আজিজুল হক নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম ফরহাদ হোসেন জানান, জাহাঙ্গীরের সঙ্গে জমি নিয়ে প্রতিবেশির বিরোধ ছিল। গতকাল সন্ধ্যায় এ নিয়ে দুইপক্ষের মধ্যে বাকবিত-ার এক পর্যায়ে জাহাঙ্গীরকে পিটিয়ে হত্যা করে প্রতিবেশিরা।