প্রতিনিধি, কাউখালী (পিরোজপুর): কাউখালী প্রেসক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় রাজনীতিবিদ, প্রশাসনের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিরা এতে যোগ দেন।
প্রেসক্লাবের আজীবন সদস্য ও মোসলেম আলী খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিমে সৌজন্যে এ আয়োজনে প্রেসক্লাব সভাপতি রবিউল হাসান রবিনের সভাপতিত্ব উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম নুরুল হক, সাধারণ সম্পাদক তালুকদার মো. দেলোয়ার হোসেন, মোসলেম আলী খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব আবদুল করিম খানসহ রাজনীতিবিদ, শিক্ষক, জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।