শেরপুরে কৃষককে কুপিয়ে হত্যা

এম. সুরুজ্জামান, শেরপুর: সদর উপজেলার চরভাবনা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে কৃষক আউস আলী ওরফে সদাইকে (৬২) প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে। সোমবার দুপুরে এ তাকে হত্যা করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে নিহত সদাইয়ের সাথে প্রতিবেশী গোলাপ মিয়া ও মোহাম্মদ আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার দুপুর ১টার দিকে স্থানীয় মাতবর নাডু মেম্বার ও আবুল মেম্বার এসে বিচারের নামে সদাইকে জমি ছেড়ে দিতে বলে। তর্ক-বিতর্কের এক পর্যায়ে গোলাপ ও মোহাম্মদ আলীর পক্ষের শতাধিক মানুষ ধারালো অস্ত্র নিয়ে সদাইয়ের বাড়িতে হামলা চালায়। এসময় প্রতিপক্ষ সদাইয়ের ঘাড়ে দা দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহত সদাইয়ের ছেলে ফজু মিয়া অভিযোগ করেন, গোলাপ মিয়া ও মোহাম্মদ আলীর টাকা ঘুষ খেয়ে তাদের সহযোগিতায় নাডু ও আবুল মেম্বার তার বাবাকে কুপিয়ে হত্যা করেছে।

শেরপুর সদর থানার ওসি মাযহারুল করিম জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় নিহতের ছেলে ফজু বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।