রেজাউল করিম বকুল, শেরপুর: শেরপুরের শ্রীবরদী পৌর শহরের সাতানি মথুরাদি মহল্লায় এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে গ্রিল কেটে চুরির ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো, একই মহল্লার বাসিন্দা আবুল কালামের ছেলে সাইফুল ইসলাম (২৬), মৃত শামছুল হকের ছেলে ফজলুল হক (২৭) ও দুদু মিয়ার ছেলে আব্দুল আজিজ (২২)।
গত ১২ জুলাই আটকের পর তিন দিনের রিমান্ডে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে চুরি হওয়া কিছু মালামাল উদ্ধার করেছে পুলিশ। তবে আরো কয়েক লাখ টাকার মালামাল উদ্ধারের অভিযান চলছে বলে পুলিশ জানায়।
মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত শ্রীবরদী পৌর শহরের বিভিন্ন মহল্লায় দিনেই প্রায়ই চুরির ঘটনা ঘটতো।গত ১১ জুলাই দুপুর ১২ টার দিকে সেনা সদস্য হাবিবউল্লাহর বাসার বরান্দা গ্রিল কেটে ও দরজার তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস বাজার থেকে ফিরে বাসায় ঢোকার সময় সাইফুল ও কালু মিয়াকে দৌড়ে পালাতে দেখেন। জান্নাতুল বাসায় প্রবেশ করে দেখেন, আলমারির ড্রয়ার ভাঙা ও ঘরের আসবাসপত্র এলোমেলো।
তিনি জানান স্বর্ণের গহনা শাড়ী ও ইমিটেশনের গহনাসহ প্রায় ৬ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের জিনিস পত্র চুরি হয়েছে । এ ব্যাপারে তাৎক্ষণিক একটি মামলা দায়ের করেন তিনি। পুলিশ অভিযান চালিয়ে আসামীদের বাড়ি থেকে শাড়ি, শার্ট ও গহনাসহ কিছু মালামাল উদ্ধার করে এবং সাইফুল ইসলামকে আটক করে।
তার স্বীকারোক্তিতে ফজলুল হক ও আব্দুল আজিজকে পরে আটক করে পুলিশ। তবে চুরি যাওয়া কয়েক লাখ টাকার মালামাল উদ্ধার না হওয়ায় পুলিশ রিমান্ডের আনেবদন করে। আদালত তাদের বিরুদ্ধে তিনদিনের রিমান্ড মঞ্জুর করে।
এ মামলার তদন্তকারী অফিসার এসআই আনোয়ার হোসেন বলেন, অপর আসামীরা গ্রেফতার হলে চুরি যাওয়া সমস্ত মালামাল উদ্ধার হতে পারে বলে অভিযান অব্যহত রয়েছে।
সূত্র জানান, সাইফুল ইসলাম ইতিপূর্বে একাধিকবার চুরির ঘটনায় আটক হয়। এ নিয়ে একাধিকবার শালিস হয়েছে। তার বিরুদ্ধে আরো একটি মামলা রয়েছে বলে সূত্র জানান।