কাজী শাহেদ, রাজশাহী: রাজশাহীর চারঘাটে নাশকতার মামলায় পূর্ব জেলা জামায়াতের সেক্রেটারি মাইনুল হোসাইনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে তার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
মাইনুল হোসাইন উপজেলার ইউসুফপুর ইউনিয়নের বাদুড়িয়া গ্রামের আবদুল মাজেদ প্রমাণিকের ছেলে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, গত বছরের ৫ জানুয়ারি উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকান্ডের ঘটনায় মাইনুল হোসাইনের বিরুদ্ধে একাধিক মামলা হয়। এসব মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপনে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।