রাকিব হত্যা: শরীফ ও মিন্টু ৫ দিনের রিমান্ডে

প্রতিনিধি, খুলনা: পৈশাচিক নির্যাতনে নিহত শিশু রাকিব হত্যা মামলার প্রধান আসামি শরীফ ও সহযোগী মিন্টুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার বেলা ১১টায় খুলনার মহানগর হাকিম মো. ফারুক ইকবালের আদালতে তাদের হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মুস্তাক আহমেদ।

রোববার দুপুরে শরীফ ও মিন্টুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে নিজেদের হেফাজতে নেয় খুলনা সদর থানা পুলিশ। গণপিটুনির শিকার এ দুই আসামি গত ৩ আগস্ট থেকে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গত ৩ আগস্ট বিকেলে মোটরসাইকেলের হাওয়া দেওয়া কমপ্রেসার মেশিনের পাইপ শিশু রাকিবের পায়ুপথে ঢুকিয়ে তার পেটে হাওয়া দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের মোটরসাইকেল গ্যারেজ শরীফ মোটর্সের মালিক শরীফ, তার মা বিউটি বেগম এবং সহযোগী মিন্টু মিয়াকে ক্ষুব্ধ জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

এর মধ্যে বিউটি বেগমকে ৬ আগস্ট  থেকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ৭ আগস্ট তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।