কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর গ্রামের হালিমা খাতুন হত্যার অভিযোগে তার স্বামী পরশ আলী ফাঁসির রায় হয়েছে। নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল হামিদ আজ সোমবার এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে ২০০৫ সালের ২ নভেম্বর রাতে পরশ আলী (৫৫) হালিমা খাতুনকে (৪৫) কুড়াল দিয়ে কুপিয়ে খুন করেন। ওই দিনই তাদের ছেলে মতি মিয়া বাদী হয়ে বাবার বিরুদ্ধে কলমাকান্দা থানায় মামলা করেন। পরে তদন্ত শেষে পুলিশ ২০০৫ সালের ৩১ ডিসেম্বর পরশ আলীর বিরুদ্ধে আদলতে অভিযোগপত্র দাখিল করে।
১১ জনের স্বাক্ষ্য শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন। রায় ঘোষনার সময় আসামি আদালতে হাজির ছিলেন।