হায়দার হোসেন, গোপালগঞ্জ: গোপালগঞ্জে পাঁচশ’ পরিবারকে তাৎক্ষণিক বিদ্যুৎ সংযোগ দিয়েছে গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। সদর উপজেলার করপাড়া, বৌলতলী ও সাতপাড় ইউনিয়নের এসব বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়।
বুধবার দুপুরে সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের অংকুর স্কুল প্রাঙ্গণে তাৎক্ষণিক এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. হারুন। এসময় গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি মিয়া আরিফুজ্জামান রিফু, বৌলতলী ইউপি চেয়ারম্যান সুকান্ত বিশ্বাসসহ পল্লী বিদ্যুতের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিদ্যুৎ সংযোগের জন্য ওই তিন ইউনিয়নের বিদ্যুৎ সংযোগ প্রত্যাশী পাঁচশ’ পরিবার তাৎক্ষণিক বিদ্যুৎ সংযোগের জন্য অবেদন করেন। পল্লী বিদ্যুৎ সমতিরি কর্মকর্তা ও কর্মচারীরা সমীক্ষা, ওয়্যারিং পরিদর্শন, জামানত গ্রহণ, মিটার স্থাপনসহ সব প্রক্রিয়া শেষ করে তাদের ঘরে বিদ্যুৎ সংযোগ প্রদান করেন।
প্রকৌশলী মো. হারুন বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈনউদ্দিন গ্রাম বিদ্যুতায়ন কার্যক্রম সফলভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় সুষ্ঠু কার্যক্রমের মাধ্যমে দ্রুত বিদ্যুৎ সংযোগ কার্যক্রম শুরু হয়েছে। বিদ্যুৎ সংযোগ প্রত্যাশীরা যাতে হয়রানির শিকার না হয়, সেজন্য তাৎক্ষনিক বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়েছে। ১৯৯৭ সাল থেকে গোপালগঞ্জে পল্লী বিদ্যুৎ কার্যক্রম শুরু হয়। গত জুলাই পর্যন্ত ৩ হাজার ৬ কিলোমিটার সঞ্চালন লাইন স্থাপন করে ১ লাখ ৭৪ হাজার ৫৭৩ পরিবারে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে।