কাজী শাহেদ, রাজশাহী: রাজশাহী সিটি বাইপাস পশুহাটে হোটেলের খাবার খাওয়া শেষে টিস্যুতে মুখ মোছার পর অজ্ঞান হয়ে পড়া এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জজ মিয়া নামের ওই গরু ব্যবসায়ীর মৃত্যু হয়। তা বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলা সদরের শিবপুর গ্রামে। তিনি ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে।
চিকিৎসকরা জানিয়েছেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি মারা যান। গরু ব্যবসায়ী জজ মিয়ার মৃত্যুর পর তার লাশ পুলিশ হেফাজতে রামেক হাসপাতালের শবাগারে রাখা হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
নগরীর শাহ মখদুম থানার উপ-পরিদর্শক হারুনুর রশিদ জানান, সিটি বাইপাস পশুহাটে অজ্ঞান হওয়া ২৯ জনের মধ্যে একজন মারা গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ আগেই হোটেল মালিকের ছেলেসহ চারজনকে আটক করেছে।
এর আগে রোববার সকালে পশুহাটে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ২৯ গরু ব্যবসায়ী অসুস্থ হয়ে পড়েন। সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে প্রথমে ছয় গরু ব্যবসায়ীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে জজ মিয়ার মৃত্যু হয়। অন্যরা এখনো চিকিৎসাধীন।