বরিশালে ছাত্রীর শ্লীলতাহানি, প্রভাবশালীদের চাপে মামলা করতে পারেনি পরিবার

এম. মিরাজ হোসাইন, বরিশাল: মুলাদী উপজেলার ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার কমনরুমে ঢুকে এক ছাত্রীর শ্লীলতাহানি করেছে বখাটে যুবক মিরাজ খান। এ ঘটনায় ওই ছাত্রীর পরিবার থানায় মামলা দায়ের করতে চাইলেও প্রভাবশালী একটি মহলের হুমকির মুখে মামলা দায়ের করতে পারেনি বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে জেলার মুলাদী উপজেলার ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায়।

মাদ্রাসার অধ্যক্ষ এটিএম সিদ্দিকুর রহমান জানান, বুধবার সপ্তম শ্রেণির ওই ছাত্রী  ক্লাশের অবসরে কমন রুমে বসে ছিল। হঠাৎ ওই রুমে পৌর এলাকার তেরচর মহল্লার জাহাঙ্গীর খানের ছেলে মিরাজ খান ঢুকে ছাত্রীটিকে জাপটে ধরে। ছাত্রীর চিৎকারে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে এসে বখাটে মিরাজকে আটক করে থানার ওসিকে বিষয়টি অবহিত করেন।

অধ্যক্ষ আরো জানান, ওসি ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও পৌর মেয়র সফিকুজ্জামান রুবেল বিষয়টি তিনি দেখবেন বলে তাকে মোবাইল ফোনে জানিয়েছেন। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, এ ঘটনায় ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করতে রওয়ানা হওয়ার পর পৌর মেয়রের লোকজনে তাদের বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ হুমকি প্রদর্শন করেন। তাদের হুমকির মুখে থানায় যেতে পারেনি ছাত্রীর পরিবার। এ ব্যাপারে থানার ওসি মো. মতিউর রহমান বলেন, মাদ্রাসার প্রিন্সিপাল বিষয়টি তাকে মোবাইল ফোনে জানিয়েছেন। পরবর্তীতে ওই ছাত্রীকে নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।