মেধার বিকাশ ঘটিয়ে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে, বাগেরহাটে ডিজিটাল মেলায় মীর শওকাত

প্রতিনিধি, বাগেরহাট: সব সরকারি-বেসরকারি অফিস-আদালতসহ স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের ইন্টারনেট শিক্ষার প্রসারের মাধ্যমে মেধার বিকাশ ঘটিয়ে তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজকের শিশুরা যেন আগামী দিনের পথপ্রদর্শক হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করতে পারে। এ লক্ষ্যেই সরকার বিভিন্ন নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

bagehat digital fair closing
মেলায় অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান করছেন এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা।

শনিবার সকালে বাগেরহাট সদর উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিনের ডিজিটাল মেলার সমাপনী পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এসব কথা বলেন।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মাদ মামুন উল হাসান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. পারভীন আহম্মেদ। এছাড়া উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আজগর আলী, সমবায় অফিসার মো. হাফিজুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মীর ফজলে সাঈদ ডাবলু, অজয় কুমার চক্রবর্তীসহ অন্যরা এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সভাশেষে মেলায় বিভিন্ন ডিজিটাল সেবা প্রদানকারী সরকারি-বেসরকারি দপ্তরের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেলায় সরকারি-বেসরকারি ২৪টি স্টল অংশ নেয়।